পাওয়ার ট্রান্সমিশন কেন High Voltage এ করা হয়?
A বেশি কারেন্ট পাবার জন্য
B দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য
C ট্রান্সমিশন লাইনের খরচ কমানোর জন্য
D উপরের সবকটি
Solution
Correct Answer: Option B
প্রথমে Synchronous Machine দ্বারা বিদ্যুৎ তৈরি
করা হয়। অতপর দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য তা
Step up transformer এর মাধ্যমে High Voltage-এ পরিণত করা হয়
পরবর্তীতে High Voltage Transmission Line এর মাধ্যমে তা পরিবহন করা হয়
এবং নির্দিষ্ট গন্তব্যে প্রেরণ করা হয়। তারপর সেই বিদ্যুৎকে
Sub Station-এ Step down transformer এর মাধ্যমে
ব্যবহার উপযোগী করা হয়।