একটি ১২০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পুর্ণ ঢেকে দিতে হবে । সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলস বাহুর দৈর্ঘ্য কত হবে ?
A ১১ ফুট
B ৫ ফুট
C ১০ ফুট
D ১৫ ফুট
Solution
Correct Answer: Option C
এখানে, ১২০ ও ৭০ এর গ.সা.গু = ১০ ∴ ১২০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থ ব্রিশিষ্ট আয়তকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পুর্ণ ঢেকে দিতে সর্বোচ্চ ১০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions