একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হলো,দ্রব্যটির ক্রয়মূল্য কত?
A ২০০ টাকা
B ২১০ টাকা
C ১৬২ টাকা
D ১৯৮ টাকা
Solution
Correct Answer: Option A
১০% ক্ষতি হলে,
১০০ টাকা ক্রয়মূল্যের দ্রব্যের বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
∴ বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১৮০)/৯০ টাকা = ২০০ টাকা।