রবীন্দ্রনাথ ঠাকুর নিচের রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে
উৎসর্গ করেন?
A চার অধ্যায়
B কালের যাত্রা
C সঞ্চয়িতা
D শেষ লেখা
Solution
Correct Answer: Option B
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক ও সাংকেতিক নাটক
‘কালের যাত্রা' (১৯৩২)। নাটকটি তিনি শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন। তাঁর রচিত 'বসন্ত' গীতিনাট্য (১৯২৩) কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন।