Solution
Correct Answer: Option B
পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ) - জাজিরা
(শরীয়তপুর) প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর
স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল
উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে। মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'পদ্মা সেতু’ উদ্বোধন করেন ২৫ জুন,
২০২২ সালে। এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০
মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে
৪১টি। এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ
ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আর পদ্মা সেতুর নকশা প্রণয়ন
করেন আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম
Architecture, Engineering, Consulting.
Operations and Maintenance (AECOM)