ইতিহাসের জনক হেরোডোটাস কোন দেশকে 'নীল নদের দান' বলে অভিহিত করেছেন?
Solution
Correct Answer: Option B
মিশরীয় সভ্যতা
⇒ মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল- নীল নদের তীরে।
⇒ মিশরীয় সভ্যতার প্রধান অবদান - কৃষি কাজ (নীল নদে বাঁধ দিয়ে কৃষি কাজ করত)।
⇒ সভ্যতায় মিশরীয়দের অবদান ছিল- পিরামিড, লিখন পদ্ধতি, জ্যোতির্বিদ্যা।
⇒ ফারাওদের মৃতদেহকে পঁচনের হাত থেকে রক্ষার জন্য মিশরীয়রা তৈরি করে- মমি (পিরামিড)।
⇒ 'মিশরকে নীল নদের দান' বলে অভিহিত করেছেন- হেরোডোটাস।
⇒ ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা বলা হতো- মিশরীয়দেরকে।
⇒ ৩৬৫ দিনে বছর গণনা শুরু করে- মিশরীয়রা।
⇒ নগর সভ্যতার সূচনা ঘটে- মিশরে।
⇒ পালতোলা জাহাজ আবিষ্কার করে- মিশরীয়রা (৩৫০০ খ্রিস্ট পূর্বাব্দে)।
⇒ প্রথম পর্যায়ে মিশরীয়দের যে ধরনের লিপি ছিল- চিত্রভিত্তিক।
⇒ অক্ষরভিত্তিক মিশরীয় চিত্রলিপি যা দিয়ে প্রাচীন মিশরীয়রা তাদের ভাব প্রকাশ করতো- হায়ারোগ্লিফিক।
⇒ ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি আবিষ্কার- মিশরীয়দের।