একটি বই ১২০ টাকায় কিনে, ১০০ টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
A ১৬.৩৩ টাকা লাভ হবে
B ১৬.৬৭ টাকা লাভ হবে
C ১৭.৩৩ টাকা ক্ষতি হবে
D ১৬.৬৭ টাকা ক্ষতি হবে
Solution
Correct Answer: Option D
এখানে, ক্রয়মূল্য = ১২০ টাকা
এবং বিক্রয়মূল্য = ১০০ টাকা
∴ক্ষতি = ১২০ − ১০০ = ২০ টাকা
তাহলে শতকরা ক্ষতি = (২০/১২০) × ১০০% = ১৬.৬৭%