একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল । ৩ বছর পরে, শতকরা ৩০ টাকা লাভ থেকে সাকিবের লাভের টাকার পরিমাণ কত?
A ৩০০০ টাকা
B ৬০০০ টাকা
C ৯০০০ টাকা
D ১২০০০ টাকা
Solution
Correct Answer: Option D
রহিমের মূল্ধন ২০০০০ টাকা
করিমের " ৩০০০০ "
সাকিবের " ৪০০০০ "
_____________________
মোট = ৯০০০০ "
এখন, ১০০ টাকায় লাভ হয় ৩০ টাকা
১ " " " ৩০/১০০ "
∴ ৯০০০০ " " " (৩০×৯০০০০)/১০০ টাকা
= ২৭০০০ টাকা
এখন,
রহিম : করিম : সাকিব = ২০০০০ : ৩০০০০ : ৪০০০০
= ২ : ৩ : ৪
∴ সাকিবের লাভ = {৪/(২+৩+৪)} × ২৭০০০
=(৪/৯) × ২৭০০০
= ১২০০০ টাকা