ক্রিয়ার মূল অংশকে কী বলে?
A বাক্য
B বর্ণ
C ধাতু
D চিহ্ন
Solution
Correct Answer: Option C
- ক্রিয়ার মূলকে বা মূল অংশকে বলা হয় ধাতু।
- ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।
- যেমন: 'করে' একটি ক্রিয়াপদ।
- এতে দুটো অংশ রয়েছে: কর্+এ; এখানে 'কর্' ধাতু এবং 'এ' বিভক্তি।