- ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে যশোরের কালীগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে সেলিনা হোসেন রচনা করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড (১৯৭৬)।
- উল্লেখ্য, ১৯৭২ সালে এ ঘটনা নিয়ে তিনি গল্প লেখেন; পরবর্তীতে উপন্যাসে রূপান্তরিত করেন।
- শওকত ওসমান রচিত প্রতীকাশ্রয়ী উপন্যাস 'ক্রীতদাসের হাসি' (১৯৬২)। এ উপন্যাসের চরিত্র বাদশা হারুনের মাধ্যমে অত্যাচারী আইয়ুব খানের চরিত্র তুলে ধরেছেন।
- শহীদুল্লা কায়সারের সমুদ্র উপকূলবর্তী জনপদের চিত্র নিয়ে রচিত সামাজিক উপন্যাস 'সারেং বৌ' (১৯৬২)।
- সিকান্দার আবু জাফর রচিত উপন্যাস 'মাটি আর অশ্রু' (১৯৪২)।