স্ত্রী কিউলেক্স মশা যে রোগের জীবাণু বহন করে-
A ম্যালেরিয়া
B কালাজ্বর
C ফাইলেরিয়া
D ডেঙ্গুজ্বর
Solution
Correct Answer: Option C
- কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ (ফাইলেরিয়া) রোগ হয় ।
- এবং স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
- আর এডিস (Ades) নামক এক জাতীয় মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়ায়।