‘যক্ষ্মা রোগ নির্ণয়ে সর্বোত্তম পরীক্ষা হলো-
A মাইক্রোসকোপে জীবাণু দেখা
B geneX-part test
C quantum gold test
D Mantoux test
Solution
Correct Answer: Option B
- যক্ষ্মা নির্ণয়ে প্রথম Mantoux Test (MT) করা হয়।
- এরপর স্পুটাম পরীক্ষা করা হয়।
- তারপর পর্যায়ক্রমে এক্সরে করা হয় এবং এফএনসি করা হয়।
- এরপর Gene X-part test করা হয়।
- Gene X-part test যক্ষ্মা নির্ণয়ের সর্বোত্তম পরীক্ষা।