টেম্পল মাউন্ট নামে পরিচিত - 

A গাজা উপত্যকা 

B জর্ডান নদী 

C আল-আকসা মসজিদ

D পশ্চিম তীর 

Solution

Correct Answer: Option C

- পবিত্র আল-আকসা মসজিদ বা বায়তুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত।
- তবে জেরুজালেমের এই জায়গাটিকে পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরাও।
- ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত।
- বর্তমানে এটি মসজিদটি ইসরাইল অধিকৃত।
- মসজিদটি নির্মাণ করেন হযরত সুলাইমান ( আ)। ১৯৬৯ সালে ইহুদীরা এই মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions