Solution
Correct Answer: Option D
- United Nations Development Fund for Women ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- তখন এর নাম ছিল United Nations International Women's Year Fund।
- ১৯৭৬ সালে এর নাম পরিবর্তন করে UNIFEM রাখা হয়।
- UNIFEM জাতিসংঘের একটি সংস্থা যা নারীর উন্নয়নে কাজ করে।
- এটি নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, নারীর শিক্ষা এবং নারীর স্বাস্থ্যের মতো বিষয়গুলিতে কাজ করে।