Which programming language is known as a "low-level" language?
A Python
B Java
C Assembly language
D Ruby
Solution
Correct Answer: Option C
- কম্পিউটার শুধু ০ (শূন্য) এবং ১ (এক) বুঝতে পারে।
- আর এই ০ ও ১ দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা (Machine Language) বলে।
- কম্পিউটারে নিজস্ব ভাষা বা মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা।
- এটি প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। Assembly Language দ্বিতীয় প্রজন্মের Low Level Programming Language । ১৯৫০ সালে প্রোগ্রাম রচনায় এ ভাষার প্রচলন হয়।
- অন্যদিকে Java ও python তৃতীয় প্রজন্মের উচ্চতর ভাষা।