চালের দাম ২৫ ভাগ বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালো যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন?
Correct Answer: Option A
ধরি, চালের পূর্ব মূল্য ১০০ টাকা
" বর্তমান " ১২৫ টাকা
তাহলে ব্যয় অপরিবর্তীত রাখতে,
১২৫ টাকার স্থলে ব্যবহার করবে ১০০ টাকার চাল
১ " " " " ১০০/১২৫ "
১০০ " " " " ১০০×১০০/১২৫ "
= ৮০ টাকার চাল
ব্যবহার কমাবে (১০০-৮০) বা ২০%
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions