COMECON কবে প্রতিষ্ঠা হয়?
A 1943 খ্রিস্টাব্দে
B 1947 খ্রিস্টাব্দে
C 1949 খ্রিস্টাব্দে
D 1959 খ্রিস্টাব্দে
Solution
Correct Answer: Option C
- রাশিয়ার সঙ্গে পূর্ব ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থার সংগতি বিধানের জন্য 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গড়ে ওঠে Council of Mutual Economic Assistance বা COMECON বা CEMA.
- প্রকৃতপক্ষে এই সংগঠনটি ছিল মলোটভ পরিকল্পনার প্রাতিষ্ঠানিক পদক্ষেপ।