জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?
Solution
Correct Answer: Option A
-জিকা ভাইরাসটি ডেঙ্গু ভাইরাস, পীতজ্বর ভাইরাস, ওয়েষ্টনাইল ভাইরাসের সাথে সম্পর্কিত ।
-উগান্ডার জিকা নামক একটি গ্রামের নামানুসারে এ ভাইরাসের নামকরণ করা হয় ।
-এটি মূলত Aedes aegypti মশা এবং Aedes albopictus মশার মাধ্যমে ছড়িয়ে থাকে।
• এডিস মশার কামড়ে আরো যেসব রোগ হয় সেগুলো হলো-
-ডেঙ্গু
-চিকুনগুনিয়া
-ইয়েলো ফিভার
-ডেঙ্গু হেমোর্যাজিক ফিভার