‘সর্বভুক’ শব্দের অর্থ কি?
Correct Answer: Option B
'সর্বভুক' শব্দের অর্থ বা সমার্থক শব্দ- আগুন । সর্বভুক শব্দের আরো কয়েকটি সমার্থক শব্দঃ অনল, বহ্নি, পাবক, হুতাশন, দহন, সর্বশুচি । অন্যদিকে, 'বাতাস' শব্দের সমার্থক শব্দঃ বায়ু, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মরুৎ । 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দঃ সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাপার, পাথার । 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দঃ ধরণী, মেদেনী, ক্ষিতি, অবনী, মর্ত, বসুন্ধরা, ভুলোক, ভুবন ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions