কোনটি ভারতের 'সেভেন সিস্টার্স' এর অন্তর্ভূক্ত নয়?
Solution
Correct Answer: Option A
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে একত্রে "সেভেন সিস্টার্স" বলা হয়।
এই রাজ্যগুলো হল:
১) অরুণাচল প্রদেশ - রাজধানী: ইটানগর
২) আসাম - রাজধানী: দিসপুর
৩) মেঘালয় - রাজধানী: শিলং
৪) মণিপুর - রাজধানী: ইম্ফল
৫) মিজোরাম - রাজধানী: আইজল
৬) নাগাল্যান্ড - রাজধানী: কোহিমা
৭) ত্রিপুরা - রাজধানী: আগরতলা
- এই সাতটি রাজ্য একে অপরের সাথে ভৌগোলিকভাবে সংযুক্ত এবং সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যে সমৃদ্ধ।
- হিমাচল প্রদেশ ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি "সেভেন সিস্টার্স" এর অন্তর্ভুক্ত নয়।
- সেভেন সিস্টার্স শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যকে নির্দেশ করে।