কোন নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে?

A গোমতী

B মাতামুহুরী

C হালদা

D সাঙ্গু

Solution

Correct Answer: Option C

প্রশ্নে উল্লিখিত নদীগুলাের মধ্যে গােমতি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে মাতামুহুরী ও সাঙ্গু মিয়ানমারের আরাকান পর্বত এবং নাফ নদী মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে । তবে বাংলাদেশে উৎপত্তি লাভ করে দেশের মধ্যেই শেষ হয়েছে এমন একটি নদী হলাে হালদা । হালদা নদী , খাগড়াছড়ির বদনাতলী পাহাড় থেকে উৎপন্ন হয়ে চট্টগ্রামের রাউজানে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে । ( সূত্র : বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড। ) 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions