পৃথিবী গ্রহ এবং নিজ কক্ষপথে আবর্তিত হয়— প্রথম কারা প্রমাণ করেন?
A আরব জ্যোতির্বিজ্ঞানীরা
B চীনা জ্যোতির্বিজ্ঞানীরা
C গ্রিক বিজ্ঞানীরা
D ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা
Solution
Correct Answer: Option C
- খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে গ্রিকরাই প্রথম সংগঠিতভাবে বিজ্ঞান চর্চা শুরু করেন।
- পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কনের কৃতিত্ব গ্রিক বিজ্ঞানীদের।
- গ্রিক বিজ্ঞানীরাই প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং এটি নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের প্রকৃত কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- তারা প্রমাণ করেন যে চাঁদের নিজস্ব আলো নেই এবং বজ্র ও বিদ্যুৎ জিউসের (গ্রিক দেবতা) ক্রোধের ফল নয়, বরং এগুলো প্রকৃতিজনিত ঘটনা।