জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হলো-

A ইংরেজি ও জাপানিজ

B ইংরেজি ও হিন্দি

C ইংরেজি ও আরবি

D ইংরেজি ও পর্তুগিজ

Solution

Correct Answer: Option C

- জাতিসংঘ প্রতিষ্ঠার পর এর কার্যকর ভাষা ছিল ২টি- ইংরেজি ও ফরাসি ।
- পরবর্তীতে এ সংখ্যা বেড়ে ৬টিতে উন্নীত হয়েছে , যার সবগুলোই দাপ্তরিক ভাষা হিসেবে কার্যকর রয়েছে ।
- ভাষাগুলো হলো আরবি , চীন , ইংরেজি , ফরাসি , রুশ এবং স্প্যানিশ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions