র্যাডক্লিফ লাইন' কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?
A জার্মানি - ফ্রান্স
B ভারত - পাকিস্তান
C ভারত - চীন
D উত্তর কোরিয়া - দক্ষিণ কোরিয়া
Solution
Correct Answer: Option B
- র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা ( Radcliffe Line) হলাে ১৭ আগস্ট ১৯৪৭ ভারতবর্ষের বিভাজন পরবর্তী ভারত - পাকিস্তানের মাঝের সীমানা ।
- স্যার সিরিল র্যাডক্লিফকে প্রধান করে গঠিত কমিশন দ্বারা এই রেখা চিহ্নিত করা হয় বলে এ রেখার নাম দেয়া হয় র্যাডক্লিফ লাইন ।