“জনৈক“ শব্দটির সন্ধি বিচ্ছেদ -
A জন + ইক
B জন + এক
C জনৈ + এক
D জন + ঈক
Solution
Correct Answer: Option B
স্বরসন্ধির নিয়মানুসারে অ- কার কিংবা আ- কারের পর এ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অর্থাৎ; অ+এ = ঐ (জন+ এক= জনৈক)।