“কালাপানি“ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
A ভারত ও নেপাল
B পাকিস্তান ও চীন
C ভূটান ও ভারত
D বাংলাদেশ ও ভারত
Solution
Correct Answer: Option A
'কালাপানি ’ অমীমাংসিত ভূখণ্ডটি ভারত ও নেপালের মধ্যে অবস্থিত । এ ভূখণ্ডটি নেপালের মহাকালি এবং ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত । ১৯৬২ সালের ভারত - চীন যুদ্ধের পর থেকে এটা ভারতের ইন্দো - তিব্বতি সীমান্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে ।