রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?

A ১৩ বছর

B ১৫ বছর

C ১৭ বছর

D ১৯ বছর

Solution

Correct Answer: Option D

- রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর ‘বনফুল’ কাব্যগ্রন্থটি ১৮৮০ সালে প্রকাশিত হয়। সেই হিসেবে তখন তাঁর বয়স ছিল ১৯ বছর
- ‘বনফুল’ কাব্যটি রবীন্দ্রনাথের অত্যন্ত কম বয়সের রচনা। এটি গ্রন্থাকারে প্রকাশের আগে ১৮৭৬ সালে (রবীন্দ্রনাথের বয়স তখন ১৫ বছর) ‘জ্ঞানাঙ্কুর’ ও ‘প্রতিবিম্ব’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তবে কাব্যগ্রন্থ বা বই হিসেবে এর প্রকাশকাল ১৮৮০ সাল এবং সাধারণ জ্ঞান বা পরীক্ষার প্রশ্নে ‘প্রকাশিত হয়’ বলতে সাধারণত বই হিসেবে প্রকাশের সময়টিকেই নির্দেশ করা হয়। 
==========================
========================== 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর বয়সে 'ভানুসিংহ' ছদ্মনামে বৈষ্ণব পদাবলীর অনুকরণে কিছু পদ বা কবিতা রচনা করেছিলেন। তিনি 'ভানুসিংহ ঠাকুর' নামে মোট ২০টি (মতান্তরে ২২টি) পদ রচনা করেন, যা ১৮৮৪ সালে 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে ব্রজবুলি ভাষার ব্যবহারে এই গ্রন্থটি বিশেষ স্থান দখল করে আছে।

- ছদ্মনাম: ভানুসিংহ ঠাকুর (সর্বপ্রথম ব্যবহৃত), আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য।
- উপাধি: বিশ্বকবি, কবিগুরু, নাইট (১৯১৫ সালে প্রাপ্ত, ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বর্জন)।
- প্রথম প্রকাশিত ছোটগল্প: ভিখারিনী (১৮৭৪)।
- নোবেল পুরস্কার: ১৯১৩ সালে 'গীতাঞ্জলি' (Song Offerings) কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- বলাকা,
- পূরবী,
- মহুয়া,
- পুনশ্চ,
- শেষলেখা ইত্যাদি। (যেহেতু প্রশ্নটি ছদ্মনাম ও কাব্য সম্পর্কিত, তাই এখানে শুধু কাব্যগ্রন্থ উল্লেখ করা হলো)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions