রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?

A ১৩ বছর

B ১৫ বছর

C ১৭ বছর

D ১৯ বছর

Solution

Correct Answer: Option B

Note: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) -এর মোট ৫৬টি কাব্যগ্রন্থ রয়েছে । বনফুল কাব্যগ্রন্থের কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় জ্ঞানাষ্কুর ও প্রতিবিম্ব পত্রিকায় ১৮৭৬ সালে । বনফুল কাব্যগ্রান্থটি প্রকাশিত হয় ১৮৮০ সালে । সে হিসাব অনুযায়ী রবীন্দ্রনাথের উনিশ বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions