‘বড়ায়ি’ কোন কাব্যের চরিত্র?

A মনসামঙ্গল

B চন্ডীমন্ডল

C শ্রীকৃষ্ণকীর্তন

D পদ্মাবতী

Solution

Correct Answer: Option C

'বড়ায়ি' মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের প্রধান চরিত্র। এ কাব্যের প্রধান চরিত্র - কৃষ্ণ ও রাধা। ' চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান চরিত্র - ফুল্লরা, কালকেতু, ধনপতি । 'মনসামঙ্গল' কাব্যের প্রধান চরিত্র - চাঁদ সওদাগর , বেহুলা ও লখিন্দর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions