Solution
Correct Answer: Option D
টুঙ্গীপাড়া থেকে কবিতার কবি কামাল চৌধুরী । তার উল্লেখযােগ্য কাব্যগ্রন্থ হলাে - মিছিলের সমান বয়সী , টানাপােড়েনের দিন , এই পথ এই কোলাহল , এসেছি নিজের ভােরে , ধূলি ও সাগর দৃশ্য , হে মাটি পৃথিবীপুত্র, পান্থশালার ঘােড়া ইত্যাদি ।