বাংলা সাহিত্যে 'সনেট' প্রথম প্রবর্তন করেন কে?
A মহাকবি কায়কোবাদ
B হেমচন্দ্র সেন
C নবীন চন্দ্র সেন
D মাইকেল মধুসূদন দত্ত
Solution
Correct Answer: Option D
বাংলা সাহিত্যে 'সনেট' রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত । সনেটের আদি নিবাস ইতালি । পেত্রার্ক হলেন সনেটের জনক । চৌদ্দ পঙক্তির চৌদ্দ অক্ষর বা মাত্রায় রচিত কবিতাকে সনেট বলে ।