'ডাক হরকরা' গল্পটির রচয়িতা কে?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

C কাজী নজরুল ইসলাম

D বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Solution

Correct Answer: Option B

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প ‘ডাক হরকরা’।
তার রচিত অন্যান্য ছোটগল্প:
- 'রসকলি (১৯২৮),
- জলসাঘর (১৯৩৭),
- বেদেনী (১৯৪০),
- 'পাষাণপুরী',
- ‘রিণী মাঝি',
- 'নীলকণ্ঠ',
- 'ছলনাময়ী',
- 'বেনে', '
- টূয়া,
- 'মালাকার,
- 'রিয়া,
- 'চৌকিদার',
- 'অহসানী'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions