বাংলাদেশের আদি জনগােষ্ঠীর ভাষার যে শাব্দিক উপাদান এখনাে বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলােকে দেশি শব্দ বলে । যেমন - খেকশিয়াল , হুতুম , ঝাটা , ঢেকি , বিচালি , কদু , বাতাসা , টেংরা , দাবা , চিক , ডােবা , পয়লা ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions