Solution
Correct Answer: Option B
- শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য' (১৯৭৩)। এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে হায়েনারূপী পাকসেনারা বন্দিনী বাঙালি রমণীদের ওপর যে মর্মদ্ভদ নির্যাতন চালিয়েছিল তারই আলেখ্য।
- সৈয়দ ওয়ালীউল্লাহর মনঃসমীক্ষণমূলক উপন্যাস 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮)।
- সেন রাজা েরাজত্বকাল ও তুর্কি আক্রমণের পটভূমিতে রচিত শওকত আলীর উপন্যাস 'প্রদোষে প্রাকৃতজন' (১৯৮৪)।
- আবুল ফজল রচিত উপন্যাস 'রাঙা প্রভাত' (১৯৫৭)।