Solution
Correct Answer: Option A
বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ প্রকার রস পাওয়া যায় সেগুলো হলাে - শান্ত , দাস্য , সখ্য , বাৎসল্য , মধুর রস ।
বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণের রূপকাশ্রয়ে ভক্ত ও ভগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈচিত্র্যের পরিচয় পাওয়া যায় ।