'বৈষ্ণব পদাবলী' তে রস কত প্রকার?

A পঞ্চ রস

B ষষ্ঠ রস

C সপ্ত রস

D অষ্ট রস

Solution

Correct Answer: Option A

বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ প্রকার রস পাওয়া যায় সেগুলো হলাে - শান্ত , দাস্য , সখ্য , বাৎসল্য , মধুর রস ।
বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণের রূপকাশ্রয়ে ভক্ত ও ভগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈচিত্র্যের পরিচয় পাওয়া যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions