এশিয়ার মধ্যে প্রথম CTBTO স্বাক্ষরকারী দেশ-

A ভারত 

B শ্রীলঙ্কা 

C বাংলাদেশ 

D পাকিস্তান 

Solution

Correct Answer: Option C

- CTBTO হচ্ছে একটি ৩৩৭ টি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি বিশাল নেটওয়ার্ক পরিচালনাকারী আন্তর্জাতিক সংস্থা ।
- এটির পূর্ণরূপ হচ্ছে Nuclear-Test-Ban Treaty Organization
- এর বর্তমান নির্বাহী প্রধান হচ্ছেন -রবার্ট ফ্লয়েড।
- এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল সামরিক বা বেসামরিক উদ্দেশ্যে পরিবেশে সমস্ত পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করার লক্ষ্যে।অর্থাৎ এই চুক্তিটি হচ্ছে বায়ুমণ্ডলে,মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র বা কোন পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।যদিও এটি এখনও কার্যকর হয়নি।
- এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ১৯৬৩ সালের ৫ আগস্ট ৩ টি দেশ (মার্কিন যুক্তরাষ্ট্র,সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের) দ্বারা ।
- এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনায়।
- বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে ২৪ অক্টোবর ,১৯৬৯ সালে এবং অনুমোদন পায় ২০০০ সালের ৮ মার্চ ।
- এশিয়ার মধ্যে প্রথম CTBTO স্বাক্ষরকারী দেশ হচ্ছে বাংলাদেশ।এছাড়াও বাংলাদেশ ৫৪ তম স্বাক্ষরকারী দেশ হিসেবে পরিচিত।
- এই সংস্থাটি ইতিমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এবং সেইসাথে বিশ্ব নিরাপত্তা পরিবেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions