Solution
Correct Answer: Option C
ওপেক(OPEC) হচ্ছে তেল রপ্তানীকারক দেশগুলোর একটি সংগঠন যার পূর্ন নাম হচ্ছে “The Organization of the Petroleum Exporting Countries” । বলা হয়ে থাকে যে, তেল রপ্তানীকারক দেশগুলোর সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে ওপেক। ১৯৬০ সালে ইরাকের বাগদাদে ভেনিজুয়েলার উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ ১৩ টি।অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গেবন, ইকুয়েটোরিয়াল গিনি । ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় । এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫ টি। যথা; সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত ও ভেনিজুয়েলা। এর সদর দপ্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া।বৃহৎ তেল উৎপাদন করে কিন্তু ওপেকের সদস্য নয় এমন দেশ সমূহঃ রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, মেক্সিকো ।