Solution
Correct Answer: Option B
এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন অনুযায়ী, যে জিনিস বা ব্যক্তি অতীতে কোনো অবস্থানে ছিল কিন্তু বর্তমানে আর নেই, তাকে 'ভূতপূর্ব' বলা হয়।
- ভূত অর্থ অতীত এবং পূর্ব অর্থ আগেকার। সুতরাং, 'ভূতপূর্ব' বলতে বোঝায় যা অতীতে ছিল।
- উদাহরণ: ভূতপূর্ব রাষ্ট্রপতি (Ex-president)।
অন্যান্য বিকল্পগুলোর অর্থ:
অপূর্ব: যা পূর্বে কখনো হয়নি বা দেখা যায়নি; চমৎকার।
অভূতপূর্ব: যা আগে কখনো ঘটেনি; অভূতপূর্ব ঘটনা।
অদৃষ্টপূর্ব: যা আগে কখনো দেখা যায়নি।