Solution
Correct Answer: Option D
- ভ্যালু অ্যাডেড ট্যাক্স (VAT) হলো একটি পরোক্ষ কর যা সরকার পণ্যের বিক্রয় মূল্যের উপর আরোপ করে। যখন একটি প্রতিষ্ঠান কোনো পণ্য বা সেবা বিক্রি করে, তখন তারা গ্রাহকের কাছ থেকে VAT সংগ্রহ করে। এই সংগৃহীত অর্থ প্রতিষ্ঠানের নিজস্ব আয় নয়। প্রতিষ্ঠানটি শুধুমাত্র সরকারের পক্ষে এই কর সংগ্রহ করে এবং নির্দিষ্ট সময় পর সরকারি কোষাগারে জমা দিতে বাধ্য থাকে।
- যেহেতু এই অর্থ প্রতিষ্ঠানকে সরকারকে পরিশোধ করতে হবে, তাই এটি একটি চলতি দায় (Current Liability) হিসেবে বিবেচিত হয়।