চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তক করেন কে?
Solution
Correct Answer: Option D
১৯৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।এটি দশসালা বন্দোবস্ত নামেও পরিচিত।নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা,বিহার,উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়,তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে।উল্লেখ্য পূর্ববঙ্গ জমিদারি দখল এবং প্রজাতত্ত্ব বিল (১৯৫০) পাসের মাধ্যমে শের-ই বাংলা এ কে ফজলুল হক এ ব্যবস্থা বাতিল করেন।