Solution
Correct Answer: Option B
১৮ ডিসেম্বর ,১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে শচীন টেন্ডোলকারের ওডি আই অভিষেক হয় এবং ১৮ মার্চ ২০১২ সালে শেষ ওডি আই ম্যাচ খেলে।তিনি তার পুরো ক্যারিয়ার জুড়ে ওডিআই ম্যাচে সর্বাধিক ৪৯ টি শত রানের ইনিংস খেলে।উল্লেখ্য টেস্টে তিনি ৫১ টি শত রান করে।