কম্পিউটারের প্রজন্ম কয়টি?

A ৩টি

B ৪টি

C ৫টি

D ৬টি

Solution

Correct Answer: Option C

কম্পিউটার আবিষ্কার হওয়ার পর থেকে এর প্রযুক্তিগত উন্নতি,কাজের গতি এবং আকৃতিগত পরিবর্তন বা বিবর্তন ঘটতে থাকে।কম্পিউটারের বিবর্তন ও বিকাশের এক একটি ধাপকে প্রজন্ম বলে।কম্পিউটারের প্রজন্মকে ৫ ভাগে ভাগ করা হয়েছে।যথাঃ
১৯৫১ - ৫৯ =১ম প্রজন্ম
১৯৫৯-৬৫=২য় প্রজন্ম
১৯৬৫-৭১ = ৩য় প্রজন্ম
১৯৭১-বর্তমান=৪র্থ প্রজন্ম
ভবিষ্যৎ প্রজন্ম=৫ম প্রজন্ম

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions