Solution
Correct Answer: Option B
পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ।এর রাজধানী দিল্লি।দেশটি ১৮৫৯-১৯৭৫ সাল পর্যন্ত পর্তুগালের উপনিবেশ ছিলো।১৯৭৫ সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করে কিন্তু এর নয় দিন পরেই প্রতিবেশি ইন্দোনেশিয়া পূর্ব তিমুরকে আক্রমন করে দখল করে নেয়।২০ শে মে,২০০২ সালে দেশটি ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।