Which one of the following is an example of the indirect tax?

A Income tax

B Customs Duty

C Excise Duty

D VAT

Solution

Correct Answer: Option D

- কর প্রধানত দুই প্রকার: প্রত্যক্ষ কর (Direct Tax) এবং পরোক্ষ কর (Indirect Tax)।

প্রত্যক্ষ কর: যে কর সরাসরি ব্যক্তির আয় বা সম্পদের ওপর আরোপ করা হয় এবং যার ভার অন্য কারও ওপর চাপানো যায় না, তাকে প্রত্যক্ষ কর বলে। যেমন: আয়কর (Income tax)।

পরোক্ষ কর: যে কর কোনো পণ্য বা পরিষেবার ওপর আরোপ করা হয়, তাকে পরোক্ষ কর বলে। এক্ষেত্রে, করের বোঝা বিক্রেতা বা উৎপাদক প্রথমে বহন করলেও, চূড়ান্তভাবে তা পণ্যের দামের সাথে যুক্ত হয়ে ভোক্তার ওপর বর্তায়। অর্থাৎ, করের ভার স্থানান্তর করা যায়।

- VAT (Value Added Tax) বা মূল্য সংযোজন কর একটি আদর্শ পরোক্ষ কর। এটি পণ্য উৎপাদন ও বণ্টনের প্রতিটি স্তরে যুক্ত হওয়া মূল্যের ওপর আরোপ করা হয় এবং চূড়ান্তভাবে ক্রেতাকেই এর ভার বহন করতে হয়। কাস্টমস ডিউটি (Customs Duty) এবং এক্সাইজ ডিউটি (Excise Duty) ও পরোক্ষ করের উদাহরণ, তবে VAT একটি বহুল প্রচলিত উদাহরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions