সামন্তবাদ চালু হয় রোমান সভ্যতায়। আর রোমান সভ্যতার পীঠস্থান বর্তমান ইতালি।
রোমান ও জার্মান দুটি বিশেষ পথা ও অনুষ্ঠান নির্ভর ইউরোপীয় দেশ ইতালিতে প্রথম সামন্ত প্রথার সূত্রপাত হয়।পঞ্চম শতাব্দিতে যখন রোমান সাম্রাজের পতন ঘটে,তখন প্রদেশগুলো শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ এবং এগুলো দস্যু কবলিত হয়ে পড়ে।জীবন ও সম্পত্তি রক্ষার জন্য এ প্রথার উৎপত্তি হয়।