'উপশহর' কোন সমাসের উদাহরণ?

A দ্বন্দ্ব

B অব্যয়ীভাব

C তৎপুরুষ

D বহুব্রীহি

Solution

Correct Answer: Option B

- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- সামীপ্য (নৈকট্য), বিস্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা (যথা), সাদৃশ্য (উপ), যোগ্যতা, পশ্চাৎ (অনু), ঈষৎ (আ) প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন: শহরের সদৃশ = উপশহর ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions