‘অগ্নিবীণা’ কাব্য উৎসর্গ করা হয়-

A শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে

B শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে

C  শ্রীকৃষ্ণ মজুমদারকে

D রবীন্দ্রনাথ ঠাকুরকে 

Solution

Correct Answer: Option B

- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা' (সেপ্টেম্বর, ১৯২২)। এ কাব্যে মোট ১২টি কবিতা আছে।
- এর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ ‘সাপ্তাহিক বিজলী' পত্রিকার ২২ ডিসেম্বর (১৯২১) - জানুয়ারি (১৯২২) সংখ্যায় প্রকাশিত হয়।
- এ কবিতার জন্যই তাকে ‘বিদ্রোহী কবি' বলা হয়। 'প্রলয়োল্লাস’ এ কাব্যের প্রথম কবিতা এবং শেষ কবিতা ‘মোহররম'।
- এ কাব্যের অন্যান্য কবিতা: রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামালপাশা, আনোয়ার, রণভেরী, সাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী।
- তিনি কাব্যটি বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions