Solution
Correct Answer: Option B
- রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক ‘রক্তকরবী’ (১৯২৬)।
- মানুষের প্রবল লোভ কিভাবে জীবনের সমস্ত সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক উৎপাদনের যন্ত্রে পরিণত করে এবং এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কি রূপ ধারণ করে, তারই রূপায়ণ ‘রক্তকরবী' নাটক।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধ সংকলন ‘কালান্তর’ (১৯৩৭)।
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্য 'সিন্ধু হিন্দোল' (১৯২৭)।
- রাজশেখর বসু রচিত গল্পগ্রন্থ ‘গড্ডলিকা’ ।