বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

A অগ্নিবীণা 

B বিষের বাঁশী

C  প্রলয় 

D সন্ধ্যা 

Solution

Correct Answer: Option D

- কাজী নজরুল ইসলামের ‘সন্ধ্যা' (১৯২৯) কাব্যের অন্যতম কবিতা ‘চল্‌ চল্‌ চল্‌'।
- ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসে ‘মুসলিম সাহিত্য সমাজ' এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য নজরুল ঢাকায় আসেন।
- তখন তিনি সৈয়দ আবুল হোসেনের সরকারি বাসা বর্ধমান হাউসে (বর্তমান- বাংলা একাডেমি) অবস্থানকালে এ গানটি রচনা করেন।
- এটি প্রথম ‘নতুনের গান' শিরোনামে ‘শিখা পত্রিকায় ১৯২৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৭২ সালের ১৩ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ কবিতার / গানের ২১ চরণ বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions