যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কোন দেশে 'No Fly Zone' ঘোষণা করেছিল?

A ইরাক

B কুয়েত

C আফগানিস্তান

D ইসরাইল

Solution

Correct Answer: Option A

- 'No-Fly - Zone' বা No flight zone হলো সামরিক শক্তি বা সমঝোতার দ্বারা প্রতিষ্ঠিত একটি সংরক্ষিত এলাকা যার উপর কোন ধরণের বিমান চলাচল করতে পারে না।
- পৃথিবীর বিখ্যাত কয়েকটি No-Fly- Zone মক্কার কাবা শরিফ, আগ্রার তাজমহল, তিব্বত, বাকিংহাম প্যালেস ইত্যাদি।
- এছাড়াও বিভিন্ন সময় সামরিক কারণে অনেক অঞ্চলকে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।
যেমন
- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ইরাকের কুর্দি জনগোষ্ঠীর রক্ষার্থে ১৯৯৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকের উত্তরাঞ্চলকে No-Fly Zone ঘোষণা করে।
- ২০১৯ সালে লিবিয়ান ন্যাশনাল আর্মি দেশটির তেল ক্ষেত্রগুলোর উপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য সেখানে No Fly-Zone ঘোষণা করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions