ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
Solution
Correct Answer: Option C
- দুধকে আদর্শ খাদ্য বলা হয়।
- কারণ দুধে ভিটামিন সি বাদে সব ধরনের খাদ্য উপাদান বিদ্যমান রয়েছে।
- এটি ক্যালসিয়ামের প্রধান উৎস।
- দুধের আমিষের নাম কেজিন।
- এই কেজিনের জন্য দুধের রং সাদা হয়।
- দুধের শর্করা ল্যাক্টোজ।